রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫, ১১:৪০:০৬ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ সুপার কাপ ফাইনালের মঞ্চে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টায় জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি সিটি স্টেটিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৪-০ গোলে হেরেছিল রিয়াল। তাই যেকোনো মূল্যে ট্রফি জয় করে আড়াই মাস আগের ক্ষতে প্রলেপ দিতে মরিয়া কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ফাইনাল ম্যাচকে সামনে রেখে নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৪ বার স্প্যানিশ সুপার কাপ জেতা বার্সার বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি ঘাম ঝরিয়েছে দল। ভুলগুলো এড়ানোর পাশাপাশি প্রথম এল ক্ল্যাসিকোর হার থেকে শিক্ষা নিতে জোড় দিয়েছেন রিয়াল কোচ।
কার্লো আনচেলত্তি বলেন, প্রথম এল ক্ল্যাসিকোতে কি হয়েছিল তা ভাবতে হবে আমাদের। ভুলগুলো এড়িয়ে ভালো কাজের পুনরাবৃত্তি করতে হবে। ক্ল্যাসিকো সবসময়ই ক্ল্যাসিকো; তবে ফাইনালে কিছুটা চাপ তৈরি করতে পারে। এটি এমন একটি প্রতিযোগিতা, যা অনেক বেশি অনুপ্রেরণা যোগায়।
এদিকে, রিয়াল মাদ্রিদকে প্রথম এল ক্ল্যাসিকোতে হারানোর পর পরিস্থিতির বদল হয়েছে অনেক। দারুণভাবে মৌসুম শুরুর পর ছন্দ হারিয়েছে বার্সেলোনা। তবে সেদিকে খুব একটা নজর দিতে আগ্রহী নন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। রিয়ালকে সমীহ করেই নতুন করে শুরু করার তাগিদ তার।
হ্যান্সি ফ্লিক বলেন, রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি। চ্যাম্পিয়ন হতে হলে দ্রুতগতির ফুটবল খেলতে হবে আমাদের। অ্যাথলেটিক বিলবাও’র বিপক্ষে যেভাবে খেলেছি, তার থেকেও ভালো খেলতে হবে দলকে। কেননা ম্যাচ কিভাবে সামলাতে হয় তা ভালো করেই জানা আছে রিয়ালের। যেকোনো ভুলের সুযোগ তারা ভালোভাবে কাজে লাগানোর সক্ষমতা রাখে।
উল্লেখ্য, বার্সেলোনার দায়িত্ব নেয়ার পর হ্যান্সি ফ্লিকের প্রথম ফাইনাল এটি। তাই শিরোপা জিতে মৌসুমের বাকি অংশের জন্য দলের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার লক্ষ্য তার।