মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫, ১১:১৬:৪৬ অপরাহ্ন
মোগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর ব্যক্তিত্ব, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বহুগুণে গুণান্বিত একজন সাদা মনের মানুষ, কাপ্তান হোসেনের নিজ অর্থায়নে পরিচালিত মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে ১ জানুয়ারি শনিবার মোগলাবাজার ইউনিয়নের ১.২.৩.৪.৫.৬.৭.৮.৯. ও দাউদপুর ইউনিয়ন এর ১.২.ও ৩. নম্বর ওয়ার্ডের পৃথক পৃথক ৪টি স্থানে মোগলাবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও দাউদপুর ইউনিয়নের ৩টি ওয়ার্ডের অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত ১৪০০ শত পরিবারের মধ্যে শীতবস্ত্র চাদর ও কমল, ও নগদ অর্থ বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ কাপ্তান হোসেন, সহ সভাপতি অধ্যাপক মো. মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম দারা, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক আমিরুল আলম খান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও দানশীল ব্যাক্তিত্ব জিয়াউর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি ও ট্রাস্টের নির্বাহী সদস্য জাহাঙ্গির আলম মুশিক, এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী নজির আলী, ট্রাস্টের যুগ্ম সম্পাদক আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন শিহাব, দপ্তর সম্পাদক ময়নুল মনজুর, নির্বাহী সদস্য আফতাব উদ্দিন, হারুনুর রশিদ হিরন, আব্দুল জব্বার, মাওলানা রফিক বিন ইয়াকুব, রায়হান ইউ আহমেদ, মো. সালাম, শাকিল মাহমুদ মইন, ময়নুল হক মেম্বার, মো. রুহুল ইসলাম মেম্বার, শহিদুল ইসলাম, আরিফ আহমদ, কামাল নেওয়াজ শাহান, মিসবাহ উদ্দিন, সালাম আজারি, নাহিয়ান আইকে, হিসাম ইবনে কাপ্তান, আব্দুল মালেক প্রমুখ।—বিজ্ঞপ্তি