আন্ত:বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে হাবিপ্রবির তিন কর্মচারী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৫, ১২:৪৯:২৯ অপরাহ্ন
মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর: বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের (বাআজাকফ) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে নির্বাচিত হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিনজন কর্মচারী।
প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ আব্দুল হাকিম লেবু এবং দুইজন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগের মো. নুর জামান ও হিসাব শাখার মোঃ জিল্লুর রহমান।
গত ২ জানুয়ারি (বৃহস্পতিবার) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশন (বাআজাকফ)-এর প্রতিষ্ঠাকালীন নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. হাসানুজ্জামান ও সদস্য সচিব মো. ফিরোজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, নির্বাচিত যুগ্ম সদস্য সচিব মো. আবদুল হাকিম লেবু হাবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সদস্য নুর জামান হাবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং মো. জিল্লুর রহমান হাবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।