পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ২য় বছর পুর্তি পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৬:৩৭:২০ অপরাহ্ন
লন্ডন অফিস: পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ২য় বছর পুর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও ম্যাগাজিন লঞ্চের অনুষ্ঠান করা হয়েছে।
সোমবার রাতে ২৫ নভেম্বর ২০২৪, পুর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে হয় এ আলোচনা সভা ও ম্যাগাজিন লঞ্চ অনুষ্ঠান। এতে শুরুতে কোরআন পাঠ করেন শামসুল হুদা।
স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান কাউন্সিলর ফয়জুর রহমান। সাধারণ সম্পাদক মোঃ নাসের আল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটের স্পিকার সাইফ উদ্দিন খালেদ,
নিউহ্যামের কাউন্সিলের সিভিক মেয়র রহিমা রহমান, বার্কিং ও ডেগেনহামের মেয়র মঈন কাদরি,
সৈয়দ সানু মিয়া, কাউন্সিলর সোদরুজ্জামান খান, সাবেক স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন।
আরও বক্তব্য রাখেন মোঃ দিলওয়ার হোসেন, মোঃ ফজলুল হক এহিয়া, মোঃ মুশিদ উল্লাহ, মোঃ আব্দুল মনিম, মোঃ ফারুক আহমেদ, মোশাহিদ গনি, মকবুল হোসেন, মাহমুদ আলী, শাহিন আহমেদ প্রমূখ।