ফেঞ্চুগঞ্জ: সড়ক দুর্ঘটনায় নিহত ১
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ২:২৪:০৫ অপরাহ্ন
নিহত জুবায়ের হোসেন ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
সংবাদদাতা: ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। জানা যায়, উপজেলার নুরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আকরাম আলীর বড় ছেলে মো. জুবায়ের হোসেন আজ ১২ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে এগারটার দিকে সিলেট-মৌলভীবাজার সড়কের নয়াবাজার-ফেরিঘাটের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনার কবলে পড়েন। তার মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি গেটলক বাসের সাথে সংঘর্ষ হয়। উপজেলার মাইজগাঁও ইউনিয়নের সাবেক সদস্য মরহুম আকরাম আলীর ছেলে জুবায়েরকে সংকটাপন্ন অবস্থায় স্বজনরা দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান দুর্ঘটনা নিশ্চিত করে জানান, জুবায়েরকে সিলেট ওসমানী মেডিকেলে নেওয়ার পথে মারা গেছেন।