সিলেট: বাড়ির সামনে থেকে হারিয়ে যাওয়া শিশু মুনতাহার খোঁজ মিলে নি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ১১:০৯:২৯ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটের কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহা আক্তার জেরিনের(৫) সন্ধান মেলেনি পাঁচ দিনেও। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটি না পেয়ে চরম উৎকণ্ঠায় আছে তার পরিবার। সময় যত যাচ্ছে মা-বাবা, পরিবার পরিজনের আকুতি শুধুই বাড়ছে।
গত ৩ নভেম্বর (বুধবার) বিকেল তিনটা থেকে মুনতাহা নিখোঁজ রয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে ‘অপহরণ” করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। এদিকে ‘অপহরণকারীকে’ ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরুস্কার ঘোষণা করেছে পরিবার।
গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে। পরে প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে হলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।
এ ব্যাপারে মুনতাহার চাচাত ভাই মাহবুব মোরশেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘বাড়ির সামনে থেকে মুনতাহাকে অপহরণ করা হয়েছে। আমরা পুলিশকে বিষয়টি অবহিত করার পর তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল বলেন, ‘আমরা এ ঘটনা শোনার পর থেকে ঐ শিশুর সন্ধান পেতে কাজ করছি। ইতোমধ্যে সকল থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তিনি গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করছি।’
শিশুটির সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মুনতাহার বাবা (নম্বর-০১৭২৫-৫৫৯২৩২)।
এদিকে শিশু মুনতাহার খোঁজ পেতে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছে। কেউ শিশুটির খোঁজ পেলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে; মাহবুব মোরশেদ ০১৭৯৯৬৭৫৬২৭, সেলিম আহমদ ০১৭৩২৪৭৩৪২৬, শামীম আহমদ ০১৭২৮১৮৭৬৫৫, এবং শাহাবুদ্দিন আহমদ ০১৭৫৩১১২৪৪৮।