ক্ষমতার চেয়ারে বসেই ট্রাম্প ২ সেকেণ্ডের মধ্যে যাকে বরখাস্ত করবেন যেকারণে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৯:১২ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ক্ষমতা গ্রহণের ‘দুই সেকেন্ডের মধ্যে’ তাঁর বিরুদ্ধে দুটি মামলা পরিচালনাকারী কৌঁসুলি জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করবেন।
বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে এবং গোপনীয় তথ্যের ভুল ব্যবস্থাপনার অভিযোগে দুটি পৃথক অভিযোগ করেছেন। তবে ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করেছেন। ট্রাম্প বলেন, স্মিথ তাঁকে একটি ‘রাজনৈতিক শিকারে’ পরিণত করার চেষ্টা করেছেন।