এমসি কলেজের ১২৫ বছর উদযাপন কমিটির সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৪, ৯:৫৩:০০ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা সাবেক মুরারিয়ানরা গত ৪ নভেম্বর সোমবার এক ভার্চুয়াল সভা করেছেন। ড: মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন।
এতে এক আনন্দঘন পরিবেশে অনেক মুরারিয়ান সদস্য দীর্ঘদিন পর একে অপরকে দেখে কূশল বিনিময়ে মেতে উঠেন। আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়াদি এবং ভবিষ্যত দিক নির্দেশনার পরামর্শ পর্যালোচনা করা হয়। এদিন উপস্থিত মুরারিয়ানদের অনুরোধে আরও একটি সভার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয় আবারও মিট অ্যান্ড গ্রিট ইভেন্টটি স্বশরীরে ১৮ নভেম্বর, ২০২৪ সোমবার ওল্ডহামে অনুষ্ঠিত হবে। ইভেন্টের বিস্তারিত তথ্য শীঘ্রই সবার সাথে শেয়ার করা হবে।
এছাড়া, সহকর্মী, এম জি কিবরিয়া, নর্থ ইংল্যান্ড বাংলাদেশ টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (NEBTRA) চেয়ার নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। তাছাড়াও ড: মোশাররফ হোসেন ‘ফ্রী ম্যান অফ দি সিটি অফ রচডেইল‘ এওয়ার্ডে ভূষিত হওয়ায় তাঁকেও অভিনন্দিত করা হয়।
কামাল খানের সাবলিল উপস্থাপনায় আলোচনায় আরো অংশ নেন মুরারিয়ান মনসুর আহমেদ খান, মীর্জা আছগীর বেগ, সাব্বির চৌধুরী, লিটন আহমেদ চৌধুরী, আমিনুল ইসলাম, শাহরিয়ার চৌধুরী, সদরুল ইসলাম, তপন জালাল চৌধুরী, হাসান চৌধুরী, আবিদুল ইসলাম আরজু, এবং আবদুল হাফিজ চৌধুরী প্রমূখ। সাবেক মুরারিয়ানদের উপস্থিতি এবং অংশগ্রহণ জুম প্লাটফরমের সভাটিকে অত্যন্ত সফল এবং উপভোগ্য করে তোলে।
সভায় জানানো হয়, ভবিষ্যতে এমসি কলেজের ঐতিহ্য এবং সাফল্য উদযাপনের জন্য আরও অনেক মিলনমেলার অপেক্ষায় আছেন তারা এবং তারা উৎসাহী মুরারিয়ানদেরকে নিয়ে কাজ করবেন। সভাপতির কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভা শেষ হয়।