মিশিগান বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৪, ৪:১০:১৪ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগান বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাসের আয়োজনে ডেমোক্রেটির পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী গভর্নর টিম ওয়াল্জ এর সমর্থনে মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে নির্বাচনী সভাটি অনুষ্টিত হয়। উক্ত নির্বাচনী সভার প্রধান সমন্বয়ক ছিলেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ও মিশিগান বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাসের প্রতিষ্ঠাতা ড. নাজমুল হাসান শাহীন। বিএডিসির এক্সিকিউটিভ সহ-সভাপতি সাদেক রহমানের সভাতিত্বে ও সাধারন সম্পাদক কাউসার মাসকুর ও অন্যান্য বিএডিসির নেতৃবৃন্দের সন্বাচলনায় এই নির্বাচনী সভায় তিন শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
নির্বাচনী এই জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেচেন ওইটমার, বাইডেন প্রশাসনের লেবার সেক্রেটারী জুলি সু, বাইডেন প্রশাসনের ক্ষুদ্র শিল্প বিষয়ক অ্যাডমিনিস্ট্রেশনের দেলোয়ার সাঈদ, মিশিগান রাজ্যের লেফ্টেনেন্ট গভর্নর গারলিন গিলক্রিস, মেরিল্যান্ড রাজ্যের লেফ্টেনেন্ট গভর্নর অরুনা মিলার, সেক্রেটারী অব স্টেইট জজলিন বেনসন, ওয়াশিংটন স্টেইট কংগ্রেস ওম্যান প্রমিলা জয়পাল, মিশিগান কংগ্রেস ওম্যান ডেভি ডিঙ্গেল, প্রাক্তন কংগ্রেসম্যান এন্ডি লেভিন, মিশিগান স্টেইট সেনেটর স্টেফানী চেং, ডেট্রোয়েট সিটির কাউন্সিলর ম্যারি ওয়াটার্স, হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, কাউন্সিলম্যান মোহাম্মদ হাসান ও প্রাক্তন কাউন্সিলম্যান এনাম মিয়া। সমাবেশ মিশিগানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও অন্যান্য কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সকলেই প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে জয়যুক্ত করতে বাংলাদেশি আমেরিকান, মুসলিম আমেরিকান সহ সকল কমিউনিটির ভোটারদেরকে ভোট প্রদান করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।