বাহরাইনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৪, ৪:৪৯:১১ অপরাহ্ন
বাহরাইন থেকে সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাহরাইন শাখা যুবদল।
রোববার দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় রাত ৯টায় ডেলমন ইন্টারন্যাশনাল হোটেলে মাওলানা মো. জামাল উদ্দিনের পবিত্র কুরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবনেতা মো. মোস্তাক আহম্মেদ।
লিমন আহম্মেদ ও জসীমউদ্দীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবনেতা হারিজ খলিফা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই রিপন। প্রধান বক্তা ছিলেন যুবনেতা কবির মাহমুদ।
তাছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ সভাপতি কামাল উদ্দিন।
দেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখেন যুবনেতা সুমন শাকিল।
বক্তব্য রাখেন, যুবনেতা ফোরকান আহমেদ, নূরুন নবী ভূইয়া তপন, কাজী সালমান যুবরাজ, আমির হোসেন, আমির হোসেন মিরু, শাহ নেওয়াজ, সাখাওয়াত হোসেন সাগর, সেলিম আহাম্মেদ, বোরহান উদ্দিন, মো. মহসিন, আরিফ দেওয়ান, শাহ আলম, ফরহাদ সরকার, মিনহাজ, আলীম আহাম্মেদ, আমির হামজা,মোঃ ইব্রাহীম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মো. দেলওয়ার হোসেন, মো. সোহাগ মজুমদার, রুবেল, আলিম, শাহাদাত, ইব্রাহীম, জহির, মানিক, শামীম, ইয়াসিন, ফারুক, আলিম, ফিরোজ, ইউসুফ, মো. মোজাম্মেল, সুমন, আলম, আরিফ, চান মিয়া, ইউনুস, মইনুদ্দিন, আলাউদ্দিন, রাকিব, ফয়সাল, শাহ আলম ,আবুল হোসেন, জামাল, জহির, স্বাধীন, কামাল, দেলোয়ার হোসেন, কবির ,নিজাম, হাফেজ জামাল উদ্দিন, আনোয়ার, খালেদ, হাসান, মনির, মিলন, সুজন, ইউসুফ মোল্লা, হৃদয়, রুবেল, তহিদুল, ইসলাম, মো. ফয়সাল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকে।
আলোচনা শেষে কেক কাটা এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।