সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ায় মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে মিষ্টি বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৪, ১:৫৭:২২ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশ রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ায় মিশিগান বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করছে মিশিগান বাংলাদেশী কমিউনিটি।
যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির আলাদ্দিন রেস্টুরেন্টে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এই সময় মিশিগান বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে মুশফিকুল ফজল আনসারীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। দেওয়ান আকমল চৌধুরীর
সভাপতিত্বে এবং সেলিম আহমদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক আহমদ চৌধুরী, নুরুল হক, আব্দুল হালিম, মুজিব আহমদ মনির, মোশাররফ হোসেন লিটু, শাহাদত হোসেন মিন্টু, নাজমুল হক কামাল, শাহেদুল হক, কামাল হোসেন লিলু, কামাল মোস্তফা, বকুল তাকুলদার, মইনুল আলম, মওদুদ চৌধুরী, গোলাম রব্বানী, মইনুল হক, হেলাল খান, আবুল কাশেম মুর্শেদ, এনাম আহমদ, মারুফ খান, রেজাউল হাসান, সোহেল আহমদ, মোস্তাকুর রহমান রুমন, সৈয়দ আলী রেজা, জুবায়ের চৌধুরী, ফয়সাল আহমদ, ফরিদ উদ্দিন, মোস্তাক আহমদ ফরহাদ সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে জনমত গঠনের অন্যতম কারিগর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। প্রায় এক দশক সাহসিকতার সঙ্গে মার্কিন হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিমণ্ডলে বাংলাদেশের ভঙ্গুর মানবাধিকার পরিস্থিতি ও আওয়ামী দুঃশাসনের নানা প্রসঙ্গ তুলে ধরেছেন পেশাদার এই সাংবাদিক। সাহসী সাংবাদিকতার কারণে আওয়ামীলীগ সরকারের রোষানলে পড়ে ২০১৫ সালের জানুয়ারিতে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়াতে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মানুষ।




