নারায়ণগঞ্জ জেলা সমিতি ইন স্পেনের আহবায়ক কমিটি গঠন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৪, ১১:৩০:০৩ অপরাহ্ন
সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে: নারায়ণগঞ্জ জেলা সমিতি ইন স্পেনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার(১৫ ই অক্টোবর) রাতে রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার মেজবান রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা বাসী ইন স্পেনের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলার সকলের সর্বসম্মতিতে বিগত দিনের সকল কার্যকরী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সকল দিধা দন্ধ ভুলে গিয়ে সকলের সর্বসম্মতিতে আসলাম হোসেন সেন্টু ‘কে প্রধান আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসলাম হোসেন সেন্টু, একরামুজ্জামান কিরণ মোল্লা, শওকত আহমেদ, আবুল হোসেন, হোসাইন মুকুল, সাজিদ মাওলা, মো:শরীফ, বুলবুল আহমেদ, শাওন ভুইয়া, গাজী আহসান, সুমন, নাদির, আফজাল হোসেন, দুলাল হোসেন লিটন , আজহার খান, সাদ্দাম হোসেন নাবিল, সাইদুর রহমান, মুমেন হোসেন, রনি প্রমুখ।
খুব শীঘ্রই আহবায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান আহবায়ক এবং উনি সকলের সহযোগিতা কামনা করেছেন।