বড়লেখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনে র্যালি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৪, ১১:৫২:৩২ অপরাহ্ন
আ
আশফাক আহমদ, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, কৃষি অফিসার মনোয়ার হোসেন, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার আফজাল হোসেন, শিক্ষা অফিসার একেএম জোবায়ের আলম, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও বড়লেখা প্রেসক্লাব সেক্রেটারি আব্দুর রব প্রমুখ।


