ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৪, ৪:২৪:৪১ অপরাহ্ন
লন্ডন অফিস: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির সাধারণ সভা ১৩ অক্টোবর রোববার ভার্চুয়ালি জুম প্লাটফরমে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সভাপতি আহমেদ উস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনসুর আহমদ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শাহ সৈয়দ ইশতাকুল হক জালালী।
সভায় বিশেষ অতিথি ডাক্তার সৈয়দ ইশতাকুল হক সিলেটের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে প্রবাসীদের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সকলের সম্মিলিত সহযোগিতায় হাসপাতালের আরো উন্নতির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির এসআই আজাদ আলী, মিসবাহ জামাল। ইউকে কমিটির- মুহিবুর রহমান মহিব, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, গোলাম রব্বানী রুহি আহাদ, আব্দুল মোনিম জাহেদী ক্যারল, ফরহাদ হোসেন টিপু, মুহিব উদ্দিন চৌধুরী, সাইদুল খালেদ, ডাঃ সৈয়দ মাসুক আহমদ, মোহাম্মদ আবুল মিয়া, মোহাম্মদ অহিদ উদ্দিন, একাউন্টেন্ট রফিকুল হায়দার, মোহাম্মদ ওয়ারিছ আলী, গোলাম রসুল রুহি আহাদ, শামীম আহমেদ।
সভায় সংগঠনের সভাপতির তাৎক্ষণিক আহবানে উপস্থিত সবাই যাকাত ফান্ডে আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একই সাথে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ একটি অর্থ যাকাত ফান্ডের ব্যাংকে ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে প্রদান করার আশ্বাস দেন। তাছাড়া হাসপাতালটির আর্থিক সহযোগিতার জন্য ইউকে কমিটির পক্ষ থেকে লন্ডনে ফান্ড রেইজিং ইভেন্টের ব্যাপারেও আলোচনা হয়।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শেখ ফারুক আহমেদ।



