মালয়েশিয়ায় ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে হাইকমিশনের শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৪, ১:০০:৪৩ অপরাহ্ন
বাম থেকে আবু তাহের, মাঝে জব্বার আলী,এবং ডানে মুহিবুল হক, ছবি: সংগ্রহীত।
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি শিল্প এলাকায় পেনটাচেম এসডিএন বিএসডি কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া গেল (৫ অক্টোবর) মালয়েশিয়ার জোহরবারু প্রদেশের জালাল স্টোরি রোডে নির্মাণাধীন একটি ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাথায় রড পড়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন আর একজন প্রবাসী বাংলাদেশি।
শনিবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশি কর্মীর মর্মান্তিক মৃত্যুতে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন গভীর শোক প্রকাশ করে এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
মৃত ৩ জন হচ্ছেন মুন্সিগঞ্জ জেলার জব্বার আলী, আবু তাহের এবং চুয়াডাঙ্গার মো: মহিবুল হক। এছাড়া আরেকজন অগ্নিদগ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় মুন্সিগঞ্জ জেলার সালাম (ডাকনাম আকাশ)।
হাইকমিশন বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পেয়ে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এর নির্দেশে প্রথম সচিব (শ্রম) এ,এস, এম, জাহিদুর রহমান ও কল্যাণ সহকারী মোকছেদ আলী জহুরবারুতে যান এবং হাসপাতাল , ফ্যাক্টরি ও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেন।
বর্তমানে মৃতদেহগুলো মর্গে রয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে বর্তমান পরিস্থিতি জানানো হয়েছে। অত্যন্ত দ্রুততার সাথে এই মৃতদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছে, তাদের কাছ থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে বলেও জানায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।