সুফি সুফিয়ানের লেখা নতুন গান পূজার দিন প্রকাশিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৪, ৮:৫২:৫১ অপরাহ্ন
সিলেট অফিস: ঝিঁঝিগানের চ্যানলে প্রকাশিত হলো আজ ১২ অক্টোবর সুফি সুফিয়ানের লেখা নতুন গান পূজার দিন। গানটি গেয়েছেন পল্লবী মৌ। মিউজিক করেছেন গাজী কামরুল। ভিডিও নির্মাণ করেছে এশ ফিল্মস।
বিশ্বব্যাপী হতাশা-নৈরাজ্য থেকে মুক্তির আহ্বানে দেবীকে আমন্ত্রণ করছেন এক পূজারি। নিজের আনন্দ ছড়িয়ে দিয়ে সুন্দর স্বপ্নে বিভোর মানব আকাঙ্ক্ষার এক মায়াবি পরিবেশনা গানটি। যা সনাতন ধর্মালম্বী প্রতিটি মানুষেরই অন্তরের কথা —
বুকের মাঝে আঁকছি তোমার ত্রিকালদর্শী চোখ
ওই আলোরই পূণ্য-ভিজে শান্ত বিশ্বলোক
কিংবা
সকল সময় সঙ্গে থাকো জানে দেহ আমার মন
আমার জন্য ভাঙবে কি মা তোমারই অকালবোধন র
একদিকে হতাশা অন্যদিকে মুক্তির বাসনায় মিনতি ও পুজোযাপনের নৈবেদ্য–সবকটা অনুভবই স্পর্শ করা যায় গানে। পরম-প্রকৃতির আদি সৃষ্টি দুর্গা যাকে বলা হয় দুর্গতনাসিনী। যিনি সংকট থেকে রক্ষা করেন। দুর্গম নামক অসুর বধ করে যিনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন মর্ত্যলোকে। সেই ভাবনারও পুরনির্মাণ আছে গানে। যেমন —
আবার রণের ডংকা বাজাও আবার তুলো যুদ্ধসুর
মর্ত্য জুড়ে ঘুরছে দেখো সেই পুরোন সেই অসুর
সূর্যচোখে হিংসা পূড়াও সকল হৃদয় শান্ত হোক
এই পুজোতেই শান্ত করো শান্তি দেখুক বিশ্বলোক
গানটি সবার অন্তরে স্থান পাক—এ প্রত্যাশা শিল্পীসহ কলাকুশলীদের। গানটির ভিডিও লিংক নিচে—