বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে ৩১ শিক্ষককে সম্মাননা দিল শিক্ষার্থীরা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৪, ৫:৫১:০৪ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধিঃ ‘শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ৩১ জন শিক্ষককে ‘হেপি টিচার্স ডে’ সম্মাননা প্রদান করেছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের হাতে এই সম্মাননা ক্রেষ্ট তোলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে দশম শ্রেণির শিক্ষার্থী তারেক আহমদ ও খাদিজা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংবর্ধিত সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, বদরুল হক, সাইফুল ইসলাম, সুভ্রকান্তি সেন, অবসরপ্রাপ্ত শিক্ষক কামরুল হুদা চৌধুরী, প্রাক্তন শিক্ষক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, শিক্ষার্থী বহ্নি শিখা দে, পড়শি দাস প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ৩১ জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
তাঁরা হলেন- প্রধান শিক্ষক আশুক আহমদ, সহকারী শিক্ষক রনজয় কুমার দাস, লুতফুর রহমান, শুভ্র কান্তি সেন, শুভ্র দাস, বদরুল হক , সাইফুল ইসলাম ,ওয়েজ কুরুনী, বেলাল আহমদ, মতিউর রহমান, নিত্যলাল বিশ্বাস , গিয়াস উদ্দিন, ফারজানা ফেরদৌস, ফারজানা ইয়াসমিন, শিজু মিয়া, সাজেদা খানম, বিভাষ রুদ্র পাল। অবসরপ্রাপ্তদের মধ্যে আব্দুর রব, কামরুল হুদা চৌধুরী, শিরিন ফাতেমা, নাজিরা আক্তার নাজু , রুহুল আমিন, আকবর আলী, ইন্দ্রজিৎ কুমার পাল প্রমুখ।