হবিগঞ্জে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৪, ৫:১০:১৪ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): উচ্চপর্যায়ে দূর্নীতি বন্ধ হলে দূর্নীতি কমবে স্লোগান ধারণ করে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সদস্যদের নিয়ে মতবিনিময় ও নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ পৌর শহরের চৌধুরীবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক ও সংগঠক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন।
দেওয়ান শফিকুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় সৈয়দ গিয়াস উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য কাজী শাহেদ বিন জাফর, হালিমা বেগম, শেখ মোঃ বদর উদ্দিন, ছিদ্দিক আলী, আতাউর রহমান, নাসির উদ্দিন, মোঃ মাহফুজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা ফোরাম পরিচালনার বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা শেষে সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
পরে ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য হালিমা বেগমের সৌজন্যে হবিগঞ্জের চৌধুরীবাজারস্থ তাঁর নিজস্ব প্রতিষ্ঠান ফ্লেভার ফিউশন ক্যাফে এন্ড রেস্টুরেন্টে উপস্থিত সবাইকে ভূরিভোজন করানো হয়।