বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৮:৪৯:৪৪ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ অক্টোবর) উপজেলা সভাকক্ষে ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিয়াজ উদ্দীন, বড়লেখা মোহাম্মদীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আলিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম জোবায়ের আলম, এবাদুর রহমান চৌধুরী বিএম কলেজের অধ্যক্ষ বুদ্ধদেব দাস, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, প্রেসক্লাব সেক্রেটারি সাংবাদিক আব্দুর রব, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেন প্রমুখ।