জগন্নাথপুর: প্রবাসী আব্দুল মতিন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৩:২৮:৪২ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দীন আহমদ বলেছেন মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। প্রবাসী আব্দুল মতিন তার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে গ্রামবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তার মত গ্রামের সামাজিক উন্নয়নে বিওবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
আজ শুক্রবার বিকালে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই গ্রামের প্রবাসী আব্দুল মতিনের মৃত্যুতে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে তিনি উপরোক্ত কথা বলেন।
ইকড়ছই গ্রামবাসীর উদ্যোগে মছদ্দর আলীর সভাপতিত্বে এবং ছালিক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আবদুল করিম ফারুকী, জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দীন আহমদ, জাহাঙ্গীর আলম শরিফ আহমদ শিপন।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মফিজ উদ্দিন। আব্দুল রাজ্জাক, আবদুল মতিন, শরিফ আহমদ শিপন, সেলিম মিয়া, আমিনুল ইসলাম, সাংবাদিক জিয়া সামসুল হক, ইসলাম উদ্দিন প্রমুখ। পরে মিল্লাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম ফারুকী।