শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সেলিমের সাইটুলা সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৪, ১০:২৬:৪৪ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সেলিম ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের সাইটুলা সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল ৫টায় আসন্ন শারদীয় দূর্গোউৎসব-২০২৪ উদযাপন সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষ্যে এবং বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা জানতে ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের সাইটুলা সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শন করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সেলিম।
এসময় শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী, এএসআই জামাল উদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন শাখার সভাপতি রিপন রায় সহ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, মন্দির কমিটি নেতৃবৃন্দ ও এলাকার সংশ্লিষ্ট নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে তিনি উপস্থিত পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, মন্দির কমিটি নেতৃবৃন্দ ও এলাকার সংশ্লিষ্ট নেতৃবর্গকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।


