রফিক মিয়া হায়দারকে ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৪, ২:৫৫:০৩ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডনঃ ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে বিশিষ্ট শিল্পপতি, বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যরির স্বত্বাধিকারী ও ছাতক এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ রফিক মিয়া হায়দার বৃটিশ বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) সভাপতি নির্বাচিত হওয়ায় বিশাল সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার ৩০ সেপ্টেম্বর লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে ট্রাস্টের সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মো: আবু সাঈদ লিলু।
বক্তব্য রাখেন যথাক্রমে প্রধান উপদেষ্টা আলতাফুর রহমান মোজাহিদ, উপদেষ্টা নুরুল ইসলাম এমবিই, উপদেষ্টা আশিকুর রহমান আশিক, উপদেষ্টা এম এ রউফ, উপদেষ্টা ফারুক আহমেদ।
সহ সভাপতি শাকুর আলী, সাবেক সাধারণ সম্পাদক আরমান আলী, সাবেক কোষাধ্যক্ষ মাষ্টার মোশাহিদ আলী, ট্রাস্টের কোষাধ্যক্ষ রশীদ আহমেদ, নিজাম উদ্দিন (সাবেক চেয়ারম্যান উত্তর খুরমা ইউনিয়ন), নিজাম উদ্দিন (সাবেক চেয়ারম্যান সৈয়দের গাও ইউনিয়ন)।
সভায় অতিথিবৃন্দ যুক্তরাজ্য কমিউনিটিতে সংবর্ধিত অতিথি রফিক হায়দারের অসামান্য অবদান এবং কর্মক্ষেত্রে অনন্য সফলতার জন্য ভূয়সি প্রশংসা করেন। অতিথিবৃন্দ আরো বলেন, রফিক হায়দার দক্ষতা, মেধা এবং নেতৃত্বের মাধ্যমে সমাজে এক অমূল্য অবদান রেখে চলেছেন। তাঁর অনন্য কাজ ও দৃষ্টান্তমূলক প্রচেষ্টা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।
রফিক মিয়া (হায়দার) তাঁর বক্তব্যে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন ট্রাস্টি আতাউর রহমান আনছার, এমএ শামীম, জয়নাল আবেদিন এবং হোসেনুজ্জামান লিটন। বিশেষ ক্রেস্ট প্রদান করেন ট্রাস্টি রশীদ আহমেদ, আবু সাঈদ লিলু, আব্দুল মতিন, আবুল কালাম তালুকদার, মনোয়ার হোসেন ময়না, মাহবুব রহমান এবং নানু মিয়া।

