সিলেটে দারুল আইতাম এতিমখানায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১:৪৮ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. এর তত্ত্বাবধানে পরিচালিত দারুল আইতাম হালিমাতুস সাদিয়া রা. এতিমখানা- জাঙ্গাইল টুকেরবাজার এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৯টায় এতিমখানার হল রুমে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মনাফ।
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. এর মুহতামিম হাফিজ আশিকুর রহমান এর সভাপতিত্বে এবং মাদরাসা ও এতিমখানার শিক্ষক ক্বারী মুহা. মাহফুজ নাঈম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য কাছা মিয়া, শাহ খুররম ডিগ্রি কলেজের প্রভাষক আফজাল হোসাইন, মুতাওয়াল্লী সুলতান মাহমুদ, মাদরাসা ম্যানেজিং কমিটি সদস্য ক্বারী একরামুল আজিজ, জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা.’র সহ-শিক্ষাসচিব মুফতি মাওলানা আরমান হোসাইন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা.’র শিক্ষাসচিব মাওলানা মিসবাহুজ্জামান মিসবাহ (হাফি.)। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ক্বারী মাওলানা আহমদ শিবলী সাহেব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-দারুল আইতাম হালিমাতুস সাদিয়া রা. এতিমখানার প্রধান শিক্ষক হাফিজ মোঃ জাকারিয়া, হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান, হাফিজ মাওলানা ফুজায়েল আহমদ, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা তফাজ্জুল হোসাইন, হাফিজ মাওলানা আরিফুল হক, ক্বারী মুহা. মাহফুজ নাঈম, মাওলানা আবিদুর রহমান ফাহিম, ক্বারী মাওলানা উসমান গণী, হাফিজ আব্দুল হক, মাওলানা তাজুল ইসলাম প্রমুখ সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশুদের পড়ালেখার মানোন্নয়ন ও মনোযোগী করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের।
বক্তারা বলেন, শিশুদের পড়ালেখার মানোন্নয়ন ও মনোযোগী করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এতিম শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। বক্তারা, শিক্ষার্থীদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
পরে শিক্ষার্থীদের মধ্যে অতিথিবৃন্দ ফলাফল কার্ড প্রদান করেন।