আওয়ামী লীগ ওয়েলস শাখার জাতীয় শোক দিবস পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ২:৩২:৪৯ অপরাহ্ন
শোকার্ত হৃদয়ের শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে রক্তঝরা শোকাবহ আগষ্টে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর দীপ্ত শপথে বৃটেনের কার্ডিফ শহরে যুক্তরাজ্য আওয়ামীলীগ ওয়েলস শাখার পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল এক আলোচনা সভা হয়েছে।
ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা মোহাম্মদ ফিরোজ এর সভাপতিত্বে ও সাধারণ এম.এ মালিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ছাড়াও বক্তব্য রাখেন সাইফুল ইসলাম নজরুল, গোলাম মর্তুজা, লিয়াকত আলী, মল্লিক মোসাদ্দেক আহমেদ, শেখ মোহাম্মদ আনোয়ার, জয়নাল আহমদ শিবুল, সেলিম আহমদ ও আবুল কালাম মুমিন সহ কার্ডিফ। নিউপোর্ট ও সোয়ানসি থেকে আগত নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন।
সভায় বক্তারা অবৈধভাবে নির্বাচিত সরকারকে উৎখাত, সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার পর ঢাকাসহ সারাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে তাঁর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন একাত্তরের দু:সময়ে ছিলো আওয়ামী লীগ , ৭৫ পরবর্তীতেও আওয়ামী লীগ জেগে ওঠে ছিলো, ২০২৪ এর দু:সময়ের পরও আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দলকে আরো শক্তিশালী করবো। বিজ্ঞপ্তি