মিশিগানে শ্রীশ্রীজগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব আগামী রবিবার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৪, ১০:৪২:৪০ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে গতবছরের ন্যায় এই বছরেও হ্যামট্রাম্যাক সিটির বেলমন্ট সনাতন সংঘের আয়োজনে
আগামী ৭ই জুলাই রবিবার বিকাল ৫টায় মিশিগান ষ্টেটের হ্যামট্রামিক সিটিতে হিন্দু সম্প্রদায়ের
রথযাত্রাটি অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সনাতন সংঘের পক্ষ থেকে সবাইকে রথযাত্রা উৎসবে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। রথযাত্রাটি হ্যমট্রামিক সিটির
বেলমন্ট ও গ্যালাগার পয়েন্ট থেকে শুরু হয়ে সিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হ্যামটরমিক সিটি অফিসের সামনে শেষ হবে। উক্ত রথযাত্রা শেষে হ্যমট্রামিক সিটির মেয়র এবং সিটি কাউন্সিলরা শুভেচ্ছা বক্তব্য রাখবেন। প্রাচীন রীতি মেনে কীর্তন ও বিভিন্ন বাদ্য বাজনায় জমে উঠবে এবারের রথযাত্রা। আয়োজকরা আশা করছেন এবারের রথযাত্রাটি সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করা সম্ভব হবে।