শমশেরনগর হাসপাতাল কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৪, ৪:২২:৩১ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ জুন) রাত সাড়ে ৯টায় শমশেরনগর হাসপাতাল কমিটির অস্থায়ী কার্যালয় পোস্ট অফিস রোড বাহার কুঠিরে হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত সবাই মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
মুক্ত আলোচনায় প্রাথমিকভাবে শমশেরনগর হাসপাতালে রোগীদের রেজিষ্ট্রেশন ফি ৫০ টাকা নির্ধারণ কর হয় এবং রেজিষ্ট্রেশনের পর রোগীর রক্তচাপ ও ওজন পরিমাপ করে রোগের ইতিহাস জেনে রোগীকে ডাক্তারের চেম্বারে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, আপাতত শমশেরনগর হাসপাতালে ইসিজি, অক্সিজেন, শ্বাসকষ্ট রোগীর গ্যাস গ্রহণ, ডায়াবেটিস পরীক্ষা সেবা গ্রহণে নির্ধারিত ব্যয় রোগীকে বহন করতে হবে এবং তা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে সমিতির দেওয়া চার্জ রেট থেকে বেশ কম মূল্যে হবে। আগত দরিদ্র অসহায় রোগীদের বিশেষ বিবেচনা করবে শমশেরনগর হাসপাতাল পরিচালকমন্ডলী।
সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে হাসপাতালে রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। এরপর হাসপাতাল কমিটির সকল সদস্যরা পর্যায়ক্রমে ৫০ টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন করে স্বাস্থ্যসেবা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
টাপুরটুপুর বৃষ্টি উপেক্ষা করে অনেক সদস্যের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে মুক্ত আলোচনা সভা জমজমাট হয়ে উঠেছিল। কমলগঞ্জ থেকে হাসপাতাল কমিটির সহকারী সদস্য সচিব মাসুম আহমেদ এবং মৌলভীবাজার থেকে মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বাংলাদেশ/অভ্যন্তরীণ) সালেহ আহমদ (স’লিপক) এতে উপস্থিত ছিলেন। সবাই স্বাগত জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানানো হয় সভায়।
সভাপতির বক্তব্যে হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, আগামী এক মাসের মধ্যে প্যাথলজিক্যাল প্রয়োজনীয় সকল প্রকার সরঞ্জাম ক্রয় করে সকল প্রকার রোগ নির্ণয় পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে। আর এ সেবা প্রদান করা হবে অনেকটা ছাড় দেওয়া মূল্যে।
পরে জলখাবার পরিবেশনের মাধ্যমে সভা সমাপ্ত করা হয়।