মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস তাকুলদারের বাবা আর নেই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৪, ১১:১৬:০৬ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি এক্টিভিস্ট বেঙ্গল অটো সেলস-এর স্বত্বাধিকারী গিয়াস তালুকদারের পিতা ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বার্ধক্য জনিত কারনে দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২১ শে জুন) তিনি মৃত্যুবরণ করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। উল্লেখ্য, মরহুম জাহিরুল হকের পৈত্রিক নিবাস বাংলাদেশের চট্রগ্রামের রাউজান উপজেলার পালোয়ান পাড়াতে। কর্ম জীবনে দীর্ঘ ৩০ বছর (ইউ এ ই) আর্মির ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার ডেট্রয়েট সিটির মসজিদ নুরে বাদ যোহর জানাজা শেষে ডিয়ার বন সিটির একটি কবরস্থানে তাকে সমাহিত করা হয়। পরিবারে স্ত্রী, ৬ ছেলে ১ মেয়ে সহ পরিবারের অন্যান্য সদস্য ছাড়াও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।