বড়লেখায় নিসচা’র ঈদ পূর্ণমিলনী সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৪, ৯:৩৮:৩৩ অপরাহ্ন
আশফাক আহমেদ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দের আর্থিক সহযোগিতায় বড়লেখা উপজেলার বন্যার্তদের মাঝে মানবিক সহায়তা প্রদানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২১ জুন) রাত ৯ টায় পৌর শহরে নিসচা কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য শাহাব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন। বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, ছাদিকুর রহমান, জাকারিয়া আহমদ প্রমুখ।
আরো পড়ুন ⤵️
শমশেরনগর হাসপাতাল প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলা নির্মাণ কাজের উদ্বোধন
এসময় বন্যা কবলিত এলাকায় অতিথের ন্যায় এবারো পানিবন্দি মানুষদের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য প্রবাসী, বিত্তবান ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি নিসচা’র পক্ষ থেকে বিনীত আবেদন জানানো হয়।