রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের জামায়াতে ইসলামীর খাদ্যসামগ্রী বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৪, ১১:৩৪:১২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০১ পরিবারের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ জুন) বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখার পক্ষ থেকে উত্তরভাগ ইউনিয়নের কালারবাজার এলাকা ও আশপাশের গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০১ পরিবারের মাঝে চাউল, ডাল, সোয়াবিন তেল, পিয়াজ, আলু ও মুড়ি বিতরণ করা হয়।
রাজনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুর রাইয়ান শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মাওলানা হাবিবুর রহমান।
আরো পড়ুন
শমশেরনগর হাসপাতাল প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলা নির্মাণ কাজের উদ্বোধন
সেক্রেটারী মিছবাহুল হাসান এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, মৌলভীবাজার জেলা সেক্রেটারী মু ইয়ামির আলী।
এসময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারী মাসুদ রানা তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর রাজনগর উপজেলা সভাপতি আবুল খায়ের সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


