শুরু আজ হজের আনুষ্ঠানিকতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৪, ১১:১১:২৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ইসলামের অন্যতম মূল স্তম্ভ হজ। মহান আল্লাহ সামর্থ্যবান মুসলমানের ওপর জীবনে একবার হজ ফরজ করেছেন। আল্লাহর নির্দেশনা অনুযায়ী হজ পালনের জন্য সৌদি আরবে সমাবেত হয়েছেন সারাবিশ্বের মুসলমানরা। আজ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। বৃহস্পতিবার (১৩ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাজিদের মিনায় যাত্রার মধ্যে দিয়ে হজের এ অনুষ্ঠানিকতা শুরু। এ বছর সারাবিশ্বের প্রায় ২০ লাখ মুসলিম হজ পালন করবেন। এ ছাড়া বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন এ ইবাদতে শামিল হবেন।
ইসলামের নির্দেশনা অনুযায়ী, মিনায় অবস্থান করা সুন্নাত। ফলে হাজিরা সেখানে অবস্থান করবেন। এরপর আরাফা ও মুজদালিফায় অবস্থান, মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুণ্ডানো বা চুল ছোট করা, সাফা মারওয়া পাহাড়ে সায়ী করা এবং তাওয়াফ ও দমে শোকরের মাধ্যমে আগামী মঙ্গলবার হজের কার্যক্রম শেষ হবে।
শুক্রবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হলেও মুয়াল্লিমরা হাজিদের বৃহস্পতিবার রাতেই তাঁবুর শহর মিনায় নিতে শুরু করেছেন। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরিধান করে মিনার উদ্দেশে রওনা দেবেন। মিনায় গিয়ে তারা ফজর থেকে ইশা পর্যন্ত নিজ তাঁবুতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।
এরপর ৯ জিলহজ সকাল থেকে আরাফার ময়দানে উপস্থিত হতে শুরু করবেন হাজিরা। এদিন দুপুর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফার ময়দানে অবস্থানকে আল্লাহ তায়ালা ফরজ করে দিয়েছেন। এ দিনই মূলত হজের দিন। এ ছাড়া দিনটি ইওয়ামুল আরাফা হিসেবেও পরিচিত দিনটি।
মিনাতে যেসব ক্যাম্পে হাজিরা থাকেন
এরপর আরাফার ময়দান থেকে ১০ কিলোমিটার দূরে মুজদালিফায় রাত্রিযাপন এবং পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ আদায়ের পর ১০ জিলহজ আবার মিনায় ফিরে যাবেন হাজিরা। সেখানে তারা বড় শয়তানকে পাথর নিক্ষেপ, নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছেঁটে পবিত্র কাবা শরিফ তাওয়াফ ও সায়ী করবেন। এরপর আবারও হাজিরা মিনায় ফিরে ১১ ও ১২ জিলহজ অবস্থান করবেন। এ সময় প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা।
হজের মূল খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি। তার প্রদত্ত খুতবার বাংলা অনুবাদ করবেন ড. খলিলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তারা সবাই সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত।