বিশ্বনাথে পৌর কাউন্সিলর ফজর আলীকে সংবর্ধনা প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৪, ৩:৪০:০১ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজর আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ‘কারামুক্তি’ উপলক্ষ্যে পৌর শহরের বাসিয়া সেতুর উপর এলাকাবাসীর ব্যানারে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা সভার পূর্বে কাউন্সিলর ফজর আলীকে রশিদপুর পয়েন্ট থেকে ‘যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ’র নেতৃবৃন্দ মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে বিশ্বনাথ পৌর শহরে নিয়ে আসেন। সেই মোটর শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর ফজর আলী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী। এসময় দলীয় নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।