সাউদাম্পটনে কমিউনিটি সংগঠন SEBA-র আত্মপ্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৪, ৪:৩৭:০৫ অপরাহ্ন
লন্ডন অফিস: সাউদাম্পটনে কমিউনিটি সংগঠন SEBA( Southern England Bangladesh Association) এর আত্মপ্রকাশ হয়েছে। সাউথ ইংল্যান্ড এর সাউদাম্পটন সিটিতে একটি রেস্তোরাঁয় গত ৩ জুন সোমবার সেখানে বসবাসরত বাঙালি সমাজের বিভিন্ন পেশার লোকজনের এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত হয়েছিলেন আশেপাশের সিটি টাউন Eastleigh, Winchester, Fareham, Wickham, Tichfield থেকে অনেকে। ধারাবাহিকভাবে গত কিছুদিন থেকে সভা ও ছোট ছোট গ্রুপ সভার মাধ্যমে অগ্রগতির পর ৩ জুনের সভাটি ছিল এ এলাকার বাসিন্দাদের নিয়ে একটি সামাজিক, সাংস্কৃতিক সার্বজনীন কমিউনিটি সংগঠন গড়ে তোলা উপলক্ষে। মহামারীর মত বাঙালি সমাজের মধ্যে যে বিভক্তি বিরাজমান তার চ্যালেঞ্জ মোকাবিলা করে ভিন্নধর্মী সার্বজনীন এই উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলে আমাদের বাঙালিয়ানা সংস্কৃতি ও বীরত্ব গাঁথা ইতিহাসের সাথে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা নিশ্চিত করতে সভায় উপস্থিত সবাই SEBA (Southern England Bangladesh Association)’ নাম করণে ঐকমত্য পোষণ করেন। পুরো সভায় মডারেটর এর ভূমিকা পালন করেন এই প্রয়াসের অন্যতম উদ্যোক্তা সামাজিক ও ক্যাম্পেইন সংগঠক মতিউর রহমান মতিন। সভায় বিশদ আলোচনার পর এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদ ও আহ্বায়ক কমিটি গঠিত হয়। যে কমিটি সংগঠনের জন্য খসড়া গঠনতন্ত্র ও সময়পোযোগী লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তৈরি করবে।
উপদেষ্টা পরিষদ: ১. জনাব কুটি মিয়া, ২. ডক্টর নাজমুল ইসলাম ৩. সৈয়দ সাদিকুল ইসলাম 8. হিফজুর রহমান হাফিজ। আহ্বায়ক কমিটি: কো চেয়ার এটেনডেন্ট(attendant) ১. মোহাম্মদ শামীম মিয়া ২. মহিম উদ্দিন মাহিম ৩. মতিউর রহমান মতিন ৪. মনসুরুর রহমান শাহি। সম্পাদক এটেনডেন্ট, জীলন মিয়া ইয়াসিনী, শাহ মোকাম্মল হোসেন মোস্তফা ও মাহমুদুল ইসলাম। সদস্যবৃন্দ হলেন, আজিজুর রহমান বুলবুল, কোহিনুর আলম, জাহিদ ইসলাম, মোজাফফর হোসেন বাবুল, জুবায়ের আহমেদ চৌধুরী, আব্দুল খালিক ময়না, দেলওয়ার হোসেন সূমন, জুনায়েদ আহমেদ, আবদুল মোতালেব মিঠু, আব্দুস সামাদ আজাদ, আশরাফুল গালিব, নজিবুর রহমান, শুভ গোমেজ, ছালিক মিয়া এবং সানাওর মিয়া প্রমুখ ।