সাব্বির জিতেছেন ফেঞ্চুগঞ্জে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৪, ৯:৪৬:৫২ অপরাহ্ন
সিলেট অফিস: ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদে আনারস মার্কার আশফাকুল ইসলাম সাব্বির বিজয়ী হয়েছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির ১২ হাজার ৫শ ৫৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কাপ পিরিচ প্রতীকে নির্বাচন করা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১২ হাজার ৪টি।
৩ চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী ছিলেন এ উপজেলায়। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোটযুদ্ধে ছিলেন।