হবিগঞ্জ: জামানত হারিয়েছেন ১৮ প্রার্থী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৪, ৪:৫৮:০৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দ্বিতীয় ধাপে হবিগঞ্জের বাহুবল ও নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে উপজেলা দুটি থেকে একজন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ মোট ১৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন।
নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ যারা সাড়ে ১২ শতাংশের কম ভোট পেয়েছেন তারা জামানত হারাবেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বাহুবল উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জামানত হারিয়েছেন ৩ জন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া), শেখ মোঃ ফিরোজ আলী মিয়া (মোটর সাইকেল) ও আক্তারুজ্জামান নাসির (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন। এর মধ্যে জামানত হারিয়েছেন ৫ জন। তারা হলেন মোহাম্মদ আব্দুল মালেক মাদানী (উড়োজাহাজ), মোঃ শামীনুর রহমান (মাইক), মোঃ সোহেল আহমেদ (তালা), শশাঙ্ক রঞ্জন দাশ (টিয়া পাখি) ও সিরাজুল ইসলাম (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জামানত হারিয়েছেন ১ প্রার্থী। তিনি হলেন মোছাঃ নিছফা আক্তার (ফুটবল)।
নবীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন ৩ জন। তারা হলেন শেখ মোস্তফা কামাল (কাপ-পিরিচ), শাহ আবুল খায়ের (কৈ মাছ) ও বোরহান উদ্দিন চৌধুরী (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন ৬ জন। তারা হলেন আলমগীর আহমেদ চৌধুরী সালমান (বৈদ্যুতিক বাল্ব), মোহাম্মেদ অনর উদ্দিন (উড়োজাহাজ), রুবেল আল মামুন তালুকদার (টিউবওয়েল), আব্দুল আলীম ইয়াছিনী (টিয়া পাখি), মুরাদ আহমদ (চশমা) ও মোঃ হেলাল চৌধুরী (আইসক্রিম)।