জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় দেশ সেরা তাকিয়্যা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৪, ২:৫১:২৯ অপরাহ্ন
আশফাক আহমেদ বড়লেখা (মৌলভীবাজার)প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তাকিয়্যা তাসকিন জয়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ জাতীয় পর্যায়ের বিতর্ক (একক) প্রতিযোগিতায় দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার রাজধানী ঢাকায় গর্ভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এন্ড কলেজে অনুষ্টিতব্য প্রতিযোগিতা অংশগ্রহণ করে সে এই গৌরব অর্জন করে।
জয়া উপজেলার সাব- এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফাতেহা ফজলে রাব্বি ও গৃহিণী জাকিয়া সুলতানার মেয়ে।
জয়ার পিতা -মাতা জানান, তাদের মেয়ে জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় দেশ সেরা হওয়ার তারা অনেক উচ্ছ্বসিত।তাদের মেয়ে আরও বড় পর্যায়ে যাক সেজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, জয়া স্কাউট প্রতিভা অন্বেষণ ২০২৩ ও ২০২৪ এ বাংলা ভাষায় উপস্থাপনায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছিল । জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ বিভাগীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতায় শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছিল । জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ উপজেলা এবং জেলা পর্যায়ে একক বিতর্ক ও বাংলা কবিতা আবৃত্তিতে শ্রেষ্ঠ হয়ে এবং বিভাগীয় পর্যায়ে একক বিতর্কে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে দেশ সেরা হয়েছে।