মিশিগানে এফবিসিসিআই’র পরিচালক ইশহাকুল হোসেন সুইটকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৪, ২:০৭:০৩ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক ইশহাকুল হোসেন সুইটের যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটে আগমন উপলক্ষে রোববার মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির নিউ মদিনা রেস্টুরেন্টে সিলেট সদর এ্যাসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
সিলেট সদর এ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি মুরশেদ আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ হোসেন খানের উপস্থিতিতে কামাল হোসেন লিলুর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন হ্যামট্রামেক সিটির কাউন্সিলর মোহাম্মদ হাসান ও সাবেক কাউন্সিলর নাইম লিওন চৌধুরী।
সংবর্ধিত অতিথি ইশহাকুল হোসেন সুইট তার বক্তব্যে বলেন, প্রবাসীরা প্রবাসে কঠোর পরিশ্রম করে বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় ভুমিকা রাখছেন সেই জন্য প্রবাসীদের বিশেষ ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, প্রবাসীরা বাংলাদেশে কোন ব্যাবসা প্রতিষ্ঠান তৈরি বা ব্যাবসায়ী ক্ষেত্রে কোন প্রকার সহযোগিতা লাগে তাহলে আমাদের অর্গানাইজেশন এবং ব্যক্তিগতভাবে সর্বাত্মক সহযোগিতার করবো।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগানের বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অংগ সংগঠনের নেতারা সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।