মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচন স্থগিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৪, ৯:৫২:০১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে অনুষ্ঠিতব্য মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন।
আজ রোববার সন্ধ্যায় দিকে গণমাধ্যম ও নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকা সংশ্লিষ্টদের কাছে পাঠানো বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। নির্বাচন পরিচালনা উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেন।
ওই পত্রের লিখিত বক্তব্য থেকে জানা যায় আপিল বিভাগের সিপিএলএ নং ১৬০৮/২০২৪ এর ১৬ মে ২০২৪ তারিখের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপে ২১ মে ২০২৪ তারিখে অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, চেয়ারম্যান পদে উচ্চ আদালতে দুই প্রার্থীর আইনী লড়াই চলমান থাকায় এই নির্দেশনা আসে।