বড়লেখায় তরুণ ৫ প্রবাসীকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৪, ৮:১৫:২০ অপরাহ্ন
আশফাক আহমেদ বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় আর্ত মানবতার সেবা ও মানবিক উন্নয়নে অবদান রাখায় ৫ তরুণ প্রবাসী সমাজসেবককে সংবর্ধনা দিয়েছে বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটি।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে পৌরশহরের উত্তর চৌমুহনীতে অস্থায়ী কার্যালয়ে বড়লেখার সিনিয়র সাংবাদিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব-এর সভাপতিত্বে ও সংবর্ধিত প্রবাসী সমাজসেবক মারুফ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়াজ উদ্দীন।
অনুষ্ঠানে সংবর্ধিতরা হলেন, বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির কার্যকরি সদস্য শাহাব উদ্দিন, মাছুম উদ্দিন, মারুফ আহমদ, সম্মানিত সদস্য ফজির আহমদ ও নুরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামকান্দি কুলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরীফ উদ্দিন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সমাজসেবক শাহাব উদ্দিন, টিম ফর কোভিড ডেথের সভাপতি সাহাব উদ্দিন, তরুণ সমাজসেবক আহমেদ জাকারিয়া। এতে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।