মুক্তিযুদ্ধের সংগঠক তোজাম্মেল টনি হক এমবিই-র মৃত্যুতে হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৪, ১১:১৪:২১ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাসী সংগঠক তোজাম্মেল টনি হক এমবিই-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম শোকবার্তা দিয়েছেন।
শোকবার্তায় তিনি বলেন, ‘‘যুক্তরাজ্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রথম সারির অন্যতম প্রবাসী সংগঠক, সাবেক রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর বিশেষ উপদেষ্টা জনাব তোজাম্মেল টনি হক এমবিই-এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
‘‘জনাব টনি হক যুক্তরাজ্যে বাংলাদশেরে মহান মুক্তযিুদ্ধে একজন অন্যতম প্রধান প্রবাসী সংগঠকের ভূমিকা পালন করেন। পরর্বতীতে তিনি ইউনেস্কোতে তাঁর কুটনৈতিক প্রজ্ঞার মাধ্যমে বাংলাদেশে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক স্বার্থ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বার্মিংহামে বসবাসকারী জনাব হক ব্রিটিশ-বাংলাদেশিদের কাছে ছিলেন একজন পরম শ্রদ্ধার মানুষ। তিনি বার্মিংহামবাসীসহ ব্রিটিশ-বাংলাদেশিদের যেকোন স্বার্থ সুরক্ষায় ও কল্যাণে সবসময় নিবেদিততিপ্রাণ ছিলেন।
আরো পড়ুন
লন্ডনে ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ’ এবং ‘বঙ্গবন্ধু-হ্যারল্ড উইলসন ফ্রেন্ডশিপ’ অ্যাওয়ার্ড হস্তান্তর
‘‘তাঁর মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যে বসবাসকারি বাংলাদেশি ভাই ও বোনেরা আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাসী সংগঠক এবং কমিউনিটির একজন অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব এবং নেতৃত্বকে হারালো।
‘‘প্রগতিশীল ও অসাম্প্রদায়কি চিন্তা-চেতনার এবং মহান মুক্তিযুদ্ধের মুল্যবোধের ধারক-বাহক মরহুম টনি হক মহান মুক্তিযুদ্ধে প্রবাসী সংগঠক হিসেবে তাঁর অসামান্য অবদানের জন্য বাংলাদেশে এবং বাংলাদেশি-ব্রিটিশদের মধ্যে চির-স্মরণীয় হয়ে থাকবেন।
‘আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ও বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের পক্ষ হতে তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমি মহান আল্লাহ তা‘য়ালার দরবারে মরহুমের জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য দোয়া করছি।’’