বর্নিল আয়োজনে ইউনির্ভাসিটি অব মিশিগানে বৈশাখী উৎসব উৎযাপিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৪, ৬:০৯:৫৪ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: অর্গানাইজেশন অব বাংলাদেশী স্টুডেন্টস এর আয়োজনে ইউনির্ভাসিটি অব মিশিগানে বৈশাখী উৎসব উদযাপিত হয়েছে।বৈশাখী আয়োজনে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি, ভায়োলিন, ফেইস পেইন্টিং, ঐতিহ্যবাহী খাবার, সাজসজ্জা, হালখাতা, দই-মিষ্টি সহ নানা আয়োজন, উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেয়।
আয়োজকরা জানান, বৈশাখী উৎসব বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য প্রথমবারের মতো অর্গানাইজেশন অব বাংলাদেশী স্টুডেন্টস এই বৈশাখী উৎসব আয়োজন করে । তারা আরও জানান, উৎসবের মূল উদ্দেশ্য হল, ভিন্ন সংস্কৃতির মানুষদের সামনে বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতিকে তুলে ধরা। পাশাপাশি মিশিগানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূতদের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি চর্চা এবং সামাজিক সম্পর্ক সুদৃঢ় করতে কাজ করবে সংগঠনটি। উক্ত বৈশাখের আয়োজন উৎসবমুখর ও প্রাণবন্ত করে তুলেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সকলেই এসেছিলেন চিরচেনা বাঙালি সাজে নারীরা পরেছিলেন শাড়ি ছেলেরা পাঞ্জাবি।
জাতীয় সংগীতের মাধ্যমে সূচনা হয় উৎসবের। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানান আয়োজন ছিলো সাথে ছিল সুস্বাদু খাবার, হরেক পদের ভর্তা, বিরিয়ানি, আমের আচার, দই-মিস্টি সহ মুখরোচক সব খাবার। অনুষ্ঠানে সংগঠনের সবচেয়ে সক্রিয় সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে অতিথি শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। আগতো অতিথিরা প্রবাসের মাটিতে এই রকম ব্যতিক্রম ধর্মী আয়োজনের জন্য আয়োজক এবং যারা এই অনুষ্ঠানের স্পনসর করেছেন সকলকে বিশেষ ধন্যবাদ জানান।