রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের নির্বাহী সদস্যদের বৈঠক এলাকার কল্যাণে তৎপরতা বিষয়ক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৪, ৮:৫৮:৩৯ অপরাহ্ন
লন্ডন অফিস: রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের ইসি মেম্বার আমিন আহমেদের বাসভবনে গত রোববার ৫ মে কমিউনিটি ট্রাষ্টের নির্বাহী কমিটির সদস্যরা কীভাবে এলাকার বাসিন্দাদের আরও কল্যাণে কাজ করা যায় তা নিয়ে এক বৈঠকে মিলিত হন।
বিশেষ করে নেইবারহুড যোগাযোগ, ছেলেমেয়েদের শিক্ষার ক্ষেত্রে আরও অবদান, কর্মসংস্থান বা হাউজিং সমস্যার সহযোগিতা প্রদানের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন সদস্যরা।
রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ অহিদ উদ্দিনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি শাহিন চৌধুরীর পরিচালনায় সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মিডিয়া বাক্তিত্ব ও প্রেস পাবলিসিটি সেক্রেটারি মিছবাহ জামাল।
বৈঠকে অতীব জরুরি কিছু পরিকল্পনা ও প্রস্তাব করেন ইসি মেম্বার ডাঃ সৈয়দ মাসুক আহমেদ।
সভায় উপস্থিত থেকে আগামীতে সামার হলিডের আগে ৭ জুলাই ডে আউট, ও এর পরে পবিত্র ঈদুল আজহার গুরুত্ব নিয়ে আলোচনা ভিত্তিক একটি আলোচনা অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনীর আয়োজনের প্রস্তাব গ্রহণ করা হয়।
এই উদযাপনের জন্য ভাইস প্রেসিডেন্ট আফসর হোসেন এনাম সেক্রেটারি শাহিন চৌধুরী, ট্রেজারার এনামুল হক এনাম সহ অনেককে দায়িত্ব দিয়ে কর্মসূচি এগিয়ে নেওয়ার কথা আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি নিয়াজ চৌধুরী সুভন, মেম্বারশিপ সেক্রেটারি জয়নুল চৌধুরী, সসিয়েল ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ আবু তারেক চৌধুরী, ইসি মেম্বার মামুন রহমান, রেজাউল করিম রাজু, শাহিন আহমেদ, আবু সোহেল, মকসুদ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য গত ৫ নভেম্বর রেডব্রিজ অক্সলেন চার্চ হলে বিশেষ করে রেডব্রিজের ও অন্য কয়েকটি বারার জিসিএসই ও এ লেভেল পরীক্ষার ছাত্র ছাত্রীদের ভালো ফলাফলের জন্য প্রায় ৩০ জন ছাত্র ছাত্রীকে এওয়ার্ড প্রদান নেইবারহুডের কাছে প্রশংসিত হয় বলে জানানো হয়।
পরিশেষে খাবার পরিবেশন করা হয় আমিন আহমেদ ও তার পরিবারের পক্ষ থেকে। তাছাড়া একটি আকর্ষণীয় উপহার আমিন আহমেদ ও প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিনের হাতে তুলে দেন ডাঃ সৈয়দ মাসুক আহমদ।