যুক্তরাজ্যে প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে হাইকমিশনারের সাথে বৈঠক করেছেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৪, ৬:৩১:৪২ অপরাহ্ন
লন্ডন অফিস: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী মঙ্গলবার ১মে লন্ডনস্থ যুক্তরাজ্য বাংলাদেশ হাই কমিশন পরিদর্শন করেন।
এসময় যুক্তরাজ্য নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তাকে স্বাগত জানান এবং কন্সুলার সার্ভিস ও হাইকমিশনের নতুন ভবন লাইব্রেরী প্রতিমন্ত্রীকে ঘুরে দেখেন।
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের সাথে একান্ত বৈঠক করেন। প্রতিমন্ত্রি, প্রবাসীদের এনআইডি কার্ড, ই-পাসপোর্ট, জন্ম নিবন্ধন সহ প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশনের কাজের গতিশীলতার প্রশংসা করে আরও কার্যকর করা সহ ইস্ট লন্ডনের ব্রিকলেনে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনে হলিডে টাইমে হাইকমিশনের কনন্সুল্যার সার্ভিস পরিচালনার নির্দেশ প্রদান করেন।
হাইকমিশনার মুনা তাসনিম বলেন, হাইকমিশন সবচেয়ে ব্যস্ত সময় পার করছে, তিনি সেবার মান বাড়াতে ক্রয়কৃত নতুন ভবন এবং কার্যক্রম তুলে ধরেন।
এছাড়া বাংলাদেশ বিমানের ভাড়া নিয়ে ক্ষোভ, বিমানবন্দরে যাত্রী হয়রানী, প্রবাসীদের জায়গা জমিন নিয়ে মামলা মোকাদ্দমার বিষয়ে তুলে ধরেন।
এছাড়া প্রবাসী বিনিযোগ, নিরাপত্তা, লন্ডনে বঙ্গবন্ধু মেমোরিয়াল হল প্রতিষ্ঠা, প্রবাসী সেল কার্যকম জোরদার, মুক্তিযুদ্ধের সংগঠক ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বীকৃতির বিষয়ে হাইকমিশনের সাথে আলোচনা হয়। প্রতিমন্ত্রী প্রবাসীদের যে কোন সমস্যায় তাকে অবহিত করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
এ সময় ডিপুটি হাইকমিশনার হযরত আলী, মিনিস্টার অব প্রেস আসিকুন নবী চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ব্রিকলেন মসজিদের চেয়ারম্যান হামিদুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম, রবিন পাল, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সারোয়ার কবির, মশিউর রহমান চৌধুরী মিঠু, মোস্তাফিজুর রহমান লিটন, সাংবাদিক কামরুল আই রাসেল, মিয়াদ আহমদ সহ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।