প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৪, ৪:৪২:৪৩ অপরাহ্ন
লন্ডন অফিস: প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা গত বৃহস্পতিবার পূর্ব লন্ডনে ব্রিকলেন জামে মসজিদের হল রুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল হোসেন।
শুরুতে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন জয়নাল আবেদীন। মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবিতে একটি স্মারকলিপি মন্ত্রী মহোদয়ের কাছে হস্তান্তর করা হয়।
আরো পড়ুন
হোয়াইটচ্যাপেল: রুয়াণ্ডা নীতি বাস্তবায়নে পুলিশের ব্যাপক ধরপাকড়
সভায় বক্তব্য রাখেন গোলাম মর্তুজা চৌধুরী, ইকবাল মোহাম্মদ আব্দুল হালিম, ফজলে আহমদ চৌধুরী একলিম, জুবায়ের আহমদ জীবন, একে আজাদ তফাদার লিটু, কাজী খালেদ আহমাদ, সালিক আহমেদ চৌধুরী, নাঈম আহমেদ। সভায় উপস্থিত ছিলেন ইউ কে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ আব্দুল আহাদ চৌধুরী, আ স ম মিসবাহ, রবিন পাল, আলতাফুর রহমান মুজাহিদ, আনহার মিয়া, আব্দুল হান্নান ও মোহাম্মদ সাদ।
প্রবাসী কল্যাণ মন্ত্রী তার বক্তব্যে আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রথম মুক্ত অঞ্চল হিসাবে জকিগঞ্জকে ঘোষণার দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন এবং বলেন, আমি এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবো।