গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৪, ৫:০০:৩৪ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ’র ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার মিশিগান ষ্টেটের ট্রয় সিটির আমেরিকান পোলিশ কালচারাল সেন্টারে এই ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
উক্ত সংগঠনের সভাপতি মামুন উদ্দিন সামছুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকের উদ্দিন সাদেকের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটির মেয়র আমির গালিব, ডেপুটি মেয়র কাউন্সিলর আবু আহমেদ মুসা আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মুহতাসিন রহমান সাদমান, কাউন্সিলর খলিল রেফাই, কাউন্সিলর মোহাম্মদ আলসুমারি।
এছাড়া বক্তব্যে রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি প্রফেসর মিসবাহ উদ্দিন আহমেদ ও কার্যনির্বাহী সদস্য এবং ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, বিয়ানী বাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ঈদ পুণমিলনী ও অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগানে বসবাসরত স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক নেতারা সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
অনুষ্ঠানে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটিকে স্টেইজে এনে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাকের উদ্দিন সাদেক। এসময় উপদেষ্টা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা মাতাবুর রহমান, উপদেষ্টা সৈয়দ মদব্বির হোসেন, সাইফুদ্দিন চৌধুরী, মোঃ সিরাজ মিয়া, শাহাব উদ্দিন আহমেদ, মো. আতাউর রহমান চৌধুরী, ফখরুল ইসলাম খান (লাল মিয়া), তফজ্জুল আলী, কাবাদ চৌধুরী, মিজান চৌধুর ও মো. আলাউদ্দিন।
কার্যনির্বাহী কমিটির মধ্যে উপস্থিত ছিলেনে, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মিছবাহ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি সিরাজ উদ্দিন, রেজাউল আহমেদ জুবের, জাবেদ আহমেদ শিবলী, মোয়াজ্জেম হোসেন (সাপু), যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর খন্দকার আশরাফ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সরওয়ার হোসেন, অর্থ সম্পাদক আবুল হাছনাত, সহ-অর্থ সম্পাদক কাওছার আহমেদ, প্রচার সম্পাদক মাহবুব আহমেদ মুরাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকুয়ান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াসিমুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আবেদ, শিক্ষা ও সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহিন আহমেদ, সহ-শিক্ষা ও সমাজসেবা বিষয়ক সম্পাদক অপু আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক নাজমুল হোসেন (সুভন), সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসিন হোসেন হাসনাত, কার্যনির্বাহী সদস্য মো. জিলাল উদ্দিন, তাহের আহমেদ চৌধুরী, হেলাল হোসেন ও আব্দুল বাসেত। উক্ত অনুষ্ঠানে প্রায় সাতশ মানুষের সমাগম ঘটে সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের মাধ্যমে অনুষ্টান সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ৯ই মার্চ ২০২৪ ইং গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের নির্বাচন অনুষ্টিত হয়।