খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে: ৫১০ পরিবারকে নগদ অর্থ প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৪, ৮:৪১:০৬ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৫১০টি গরীব-অসহায় পরিবারের সদস্যদের মধ্যে ‘খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়নের ঘাঁসিগাও গ্রামের ট্রাস্টি আশরাফ উদ্দিনের বাড়িতে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫১০টি পরিবারের মাঝে নগদ ৩ লাখ ৭৭ হাজার টাকা বিতরণ করা হয়।
অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য ও সালিশ ব্যক্তিত্ব কবির আহমদ কুব্বার।
সমাজসেবক মোস্তাক আহমদ’র সভাপতিত্বে এবং সংগঠক মোস্তাক আহমদ মোস্তফা ও সমুজ আহমদ সায়মনের যৌথ পরিচালনায় অর্থ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সদস্য যুক্তরাজ্য প্রবাসী বখতিয়ার খান, শিক্ষানুরাগী মাস্টার ওয়াইছ উদ্দিন, সমাজসেবক গোলাম আজম মঞ্জু। বক্তব্য রাখেন সংগঠক খালেদুর রহমান লাকী, এসোসিয়েশনের ওয়ার্ড প্রতিনিধি জিল্লুর রহমান, জিয়াউর রহমান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জিয়াউর রহমান জিয়া। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।