ম্যাকডোনাল্ডসের বড় ধরনের ক্ষতি ফিলিস্তিনের পক্ষে বয়কটে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৪, ১২:১৫:২১ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ম্যাকডোনাল্ডসের ইসরায়েলি শাখার ফ্র্যাঞ্চাইজি ছিল অ্যালোনিয়াল নামে একটি স্থানীয় কোম্পানির হাতে। কিন্তু বয়কটের কারণে লোকসান গুনতে থাকায় অ্যালোনিয়ালের কাছ থেকে ইসরায়েলে থাকা ২২৫টি রেস্তোরাঁর সবগুলোই আবার কিনে নিচ্ছে ম্যাকডোনাল্ডস। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর ইসরায়েলি যোদ্ধাদের জন্য বিনামূল্যে খাবার বিতরণের ঘোষণা দেয় ফাস্ট ফুডের জন্য বিখ্যাত ম্যাকডোনাল্ডস। এতে বিভিন্ন দেশে ম্যাকডোনাল্ডস বয়কট শুরু হয়। বিশেষ করে কুয়েত, মালয়েশিয়া, এবং পাকিস্তানে ফিলিস্তিনের সমর্থকরা জোরেশোরে বয়কট চালাচ্ছেন।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ম্যাকডোনাল্ডস জানায়, তারা ইসরায়েলের ফ্র্যাঞ্চাইজ আলোনিয়ালের কাছ থেকে তাদের সব রেস্তোরাঁ কেনে নেবে। ফ্র্যাঞ্চাইজ কিনে নেওয়ার জন্য ঠিক কী চুক্তি হয়েছে, তা জানায়নি ম্যাকডোনাল্ডস। তবে কিছুদিন আগেই ম্যাকডোনাল্ডস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাইরে তাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি করেছে এই বয়কট।