গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের ইফতার মাহফিল অনুষ্টিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৪, ১০:১৭:২০ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হামট্রামেক সিটির বনফুল রেস্টুরেন্টে ২৪ শে মার্চ রোববার গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এ জেড এম ওবায়দুল্লাহ বাবুল।
সংগঠনের সদস্যবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সংগঠনের অন্যতম কার্যকরী সদস্য জনাব আব্দুল লতিফ বাবুল।
আরো পড়ুন ⤵️
যুক্তরাষ্ট্রে বাংলা প্রেসক্লাব মিশিগানের ইফতার মাহফিল
আলোচনায় অংশগ্রহণ করেন মোঃ কামাল আবেদীন, রোসেন্দ্র দাস লাল মেম্বার, কমিউনিটি নেতা খাজা আফজল, জৈন্তিয়া ওয়েলফেয়ার ইউএসএ এর সাধারণ সম্পাদক জামালুর রহমান, তরিক উদ্দিন, শায়েস্তা মিয়া, বেলাল আহমেদ, ইফতেখার আহমেদ হেলাল, দিলওয়ার হোসেন, প্রভাষক আলিম উদ্দিন, হেলাল আবেদীন, মোহাম্মদ শুয়াইব, আলিম আহমেদ, ওলিউর রহমান, কামরুল হাসান, রানু আহমেদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন এস এম জয়নাল, আব্দুল খালিক,জাহাঙ্গীর আলম, তানিম আহমেদ, কামরান উদ্দিন ছাড়াও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।