ইতালিতে প্রবাসীদের ইফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৪, ১১:০৯:২৬ অপরাহ্ন
ইসমাইল হোসাইন স্বপন , ইতালি থেকে : ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি- ভিচেন্সা সিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
রোববার (২৪ মার্চ) ইতালির ভিচেন্সায় (teatro san giuseppe ) কাঁচা বাজারের সামনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ভিচেন্সায় বসবাসরত প্রায় ৫ শতাধিক বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। এদিন স্থানীয় মসজিদ, মার্কেট, দোকানে ইফতার বিতরণ করে সংগঠনটি।
ইফতার আগ মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয় । পরে ফিলিস্তিনিদের মুক্তি, জাতি ও সারা বিশ্বে মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এতে এসময় উপস্থিত ছিলেন, সভাপতি : এমদাদুর রহমান চৌধুরী ,সিনিয়র সহ – সভাপতি : মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক : তারেক আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক : হেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক : রনি শেখ, প্রচার সম্পাদক : মাসুদ আলী, দপ্তর ও আইন সম্পাদক : জাহাঙ্গীর হুসেন, অর্থ সম্পাদক : শিবলী সাদিক, ধর্ম সম্পাদক : জামাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক : আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক : মোঃ জামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক : এমদাদুল হক, আপ্যায়ন সম্পাদক : মোঃ মোবারক হোসেন।
আরো পড়ুন ➡️
কাবা ও মসজিদে নববিতে সেলফি, যা বললেন ইমাম আস সুদাইস
সহ – সভাপতি : বিপুল দাস, সহ – সভাপতি : সেলিম হুসাইন, সহ – সভাপতি : মইনুল ইসলাম মিন্টু, সহ -সাধারন সম্পাদক : মহিন উদ্দিন, সহ – প্রচার সম্পাদক : ইসমাইল হুসেন স্বপন, সহ – ধর্ম সম্পাদক : আব্দুস সাত্তার, সহ – সমাজ কল্যাণ সম্পাদক : রাজিব চৌধুরী, সহ – ক্রীড়া সম্পাদক : মোঃ মনজুর রহমান, সহ – সাংস্কৃতিক সম্পাদক : মামুন।
কার্যকরী পরিষদ সদস্যদের মধ্যে রকুন মুহাম্মেদ, মোঃ মুরাদ, মামুন খান, মতি, বশির, মোঃ আলম, সফিকুর রাহমান, জমির আলী।
উপদেষ্টা পরিষদ সদস্যদের মধ্যে প্রধান উপদেষ্টা : মোঃ আফিল উদ্দিন, উপদেষ্টা : খান মাহমুদ, উপদেষ্টা : গিয়াস উদ্দিন, উপদেষ্টা : মজিবর রহমান চৌধুরী, উপদেষ্টা : নকুল দাস, উপদেষ্টা : ময়না মিয়া, উপদেষ্টা : জামাল উদ্দিন, উপদেষ্টা : খন্দকার জাহাঙ্গীর আলম।
অথিতি হিসেবে ছিলেন, মুহাম্মদ আলমগির, আলী উসমান ও আব্দুল খালিক জুনুন সেলিম।
এছাড়াও বাংলাদেশ কমিউনিটি- ভিচেন্সা সিটি ইতালির ইফতার অনুষ্টানে ভিচেন্সা এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।