বিশ্বনাথের তবলপুরে ‘১ম মিতালী যুব সংঘ মধ্যমবার ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৪, ৮:০৯:৪১ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তবলপুর গ্রামের মিতালী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ‘১ম মিতালী যুব সংঘ মধ্যমবার ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন হয়েছে।
রোববার রাতে তবলপুর গ্রামের মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য কবির আহমদ কুব্বার। উদ্বোধনী খেলায় ইব্রাহিম স্পোটিং ক্লাব (পুরাণ কালারুখা) ২-০ গোলের ব্যবধানে এমদাদ ফোর ব্রাদার্স ইলিভেন স্টার ইউকে (তবলপুর)’কে হারিয়ে ট‚র্ণামেন্টের শুভ সূচনা করেছেন।
ট‚র্ণামেন্ট কমিটির সভাপতি আমির আলীর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ট‚র্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার রইছুল ইসলাম, সাবেক মেম্বার গৌছ আহমদ বাবুল, ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মতিন, ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওসার আহমদ, ট‚র্ণামেন্টের ১ম পুরস্কার ‘মোটর সাইকেল’ দাতা ও আওয়ামী লীগ নেতা দুদু মিয়া এবং ২য় পুরস্কার ‘ফ্রিজ’ দাতা সুরমান আহমদ, ফ্রান্স প্রবাসী তাজুল ইসলাম, নুমান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী বাদশা মিয়া, ফারুক আহমদ, আপ্তাব আলী, রইছ আলী, আব্দুল মালিক, মজাহিদ আলী (মজাই), মশরফ আলী, ইলিয়াছ আলী, সাবেক ফুটবলার রুমান মাইকেল, কয়েস মিয়া, আবুল হোসেন, সুরুজ মিয়া, ময়না মিয়া, সুন্দর আলী, উস্তারদ আলী গেদা, ইউনুছ
আলী, মকন মিয়া, যুবলীগ নেতা মইন উদ্দিন, তুরন মিয়া, সাজ্জাদ মিয়া, খাজাঞ্চী ক্রীকেট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রাহাত আলী, সংগঠক নজরুল ইসলাম, কয়েস আহমদ সবুজ, শুকুর খান, সুলতান মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, সংবাদকর্মী সমুজ আহমদ সায়মন,
মোস্তাক আহমদ মোস্তফা, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সহ সভাপতি আনছার আলী, জয়নাল আবেদিন, আনোয়ার মিয়া, জামাল মিয়া, আবুল মিয়া, সাধারণ সম্পাদক রহিম আহমদ বাদশা, যুগ্ম সম্পাদক রায়হান আহমদ, শামীম আহমদ-২, সাংগঠনিক সম্পাদক আনোয়ার আহমদ গেদা, সহ
সাংগঠনিক সম্পাদক লায়েছ মিয়া, কোষাধ্যক্ষ আমরুশ মিয়া, ক্রীড়া সম্পাদক জয়নাল মিয়া, সহ ক্রীড়া সম্পাদক কুতুব আলী, রাসেল আহমদ-২, কবির মিয়া, জাসুম মিয়া, প্রচার সম্পাদক রাসেল আহমদ, সহ প্রচার সম্পাদক রিয়াদ আহমদ, মৌরশ আলী, দিলোয়ার আহমদ, সুবেল মিয়া প্রমুখ
নেতৃবৃন্দ।