যুক্তরাষ্ট্রে মিশিগান বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৪, ৫:৫৫:৩৬ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে মিশিগান বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার ১৭ মার্চ যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির আলাদিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় মিশিগান বিএনপির দোয়া ও ইফতার মাহফিল। দোয়া মাহফিলে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।
দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এর পরিচালনায় ইফতার মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রকিব। ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন, সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন লিলু ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, জাসাস সহ দলটির আরও সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ।